শিক্ষার্থীদের আর্থিক অনুদান (উপবৃত্তি) আবেদন চলছে...
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪-২৫ অর্থবছরে পরিচালন বাজেটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান হিসেবে বরাদ্দকৃত অর্থ উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে “বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও এর আওতাধীন শিক্ষক-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা (সংশোধিত-২০২৪)” অনুযায়ী নিম্নে বর্ণিত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে।
- ৬ষ্ঠ-দ্বাদশ শেণির শিক্ষার্থীর শিক্ষা-প্রতিষ্ঠান যে জেলায় বিদ্যমান রয়েছে, সে জেলা প্রশাসকের কার্যালয় প্রাপক অফিস সিলেক্ট করতে হবে।
- স্নাতক বা তদুর্ধ্ব শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা যেখানে, সে জেলা প্রশাসকের কার্যালয় প্রাপক অফিস সিলেক্ট করতে হবে।
- মোবাইল ব্যাংকিং (নগদ) পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে।
- ইতোপূর্বে এ খাতের আওতায় সুবিধা প্রাপ্ত হলে পুনরায় আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
প্রয়োজনীয় কাগজপত্র:
- প্রতিষ্ঠান প্রধান/ বিভাগীয় প্রধানের প্রত্যয়ন পত্র *
- শারীরিক ও মানসিক অক্ষমতা সার্টিফিকেটের কপি * (প্রযোজ্য ক্ষেত্রে)
- অন্যান্য বৃত্তি সম্পর্কিত তথ্য * (প্রযোজ্য ক্ষেত্রে)
বিশেষ দ্রষ্টব্য- শারীরিক ও মানসিক অক্ষমতা এবং অন্যান্য বৃত্তি এর জন্য সংযুক্তি শুধুমাত্র যাদের জন্য প্রযোজ্য তাদেরকেই প্রদান করতে হবে।
%20%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8%20%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87....jpg)