গার্ডের চাকরি - বেতন ১৫ কোটি টাকা

গার্ডের চাকরি - বেতন ১৫ কোটি টাকা

বছরে বেতন পাবেন ১৫ কোটি টাকা! কাজ হবে শুধুমাত্র একটি লাইট ঠিকঠাক জ্বলছে কিনা তা নজর রাখা। বয়স ১৮ হলেই করতে পারবেন এই চাকরি। নির্দিষ্ট ডিউটি টাইম নেই, নেই কাজের চাপ কিংবা বসের প্যারা। সারাদিন শুধু খাবেন, ইচ্ছামতো ঘুমাবেন, মন চাইলে বর্শি দিয়ে সমুদ্রে মাছও ধরতে পারবেন।  

এতসব সুবিধার কথা শুনে আপনার মনে যদি চাকরিটি করার ইচ্ছা জাগে, তাহলে এর অসুবিধাগুলোও জেনে রাখা দরকার। এই চাকরিতে থাকাকালীন মাঝ-সমুদ্রে আপনাকে একা একটি লাইটহাউসে থাকতে হবে। তবে সেটি কতদিনের জন্য তা নির্দিষ্ট নয়। কয়েক মাস এমনকি কয়েক বছরও হতে পারে। এই সময় আপনি কারও সাথে কোনো যোগাযোগ করতে পারবেন না।
তার চেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে, উত্তাল সমুদ্রের ঢেউ। উচ্চতায় এক-একটি লাইটহাউস গড়ে ১২০ ফুট পর্যন্ত লম্বা হলেও ঝড়ের সময় সমুদ্রের ঢেউ লাইটহাউসের ছাদকেও ছুঁয়ে যায়। উপকূল থেকে দূরবর্তী হওয়ায় কোনো বিপদ হলে সাহায্য পাওয়ারও সম্ভাবনা নেই। তাই মোটা বেতনের লোভে লাইটহাউসে জাহাজকে আলো দেখাতে গেলে, আপনার জীবনের আলোটাই সমুদ্রেই নিভে যেতে পারে। আরো পড়ুন...

-

Post a Comment

Previous Post Next Post