পুলিশ ভেরিফিকেশন বাদ, এনআইডি দিয়ে করা যাবে পাসপোর্ট
এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করেই পাসপোর্ট ইস্যু করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সুপারিশে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ সোমবার তিনি এই সারসংক্ষেপ অনুমোদন করেছেন। শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পরিপত্র জারি করবে।
এর আগে, রোববার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সিদ্ধান্তের কথা জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, পাসপোর্ট পাওয়া নাগরিকের মৌলিক অধিকার।
পুলিশ ভেরিফিকেশন বাতিলের পেছনে যুক্তি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান নিয়ম অনুযায়ী ইতিবাচক পুলিশ প্রতিবেদনের ভিত্তিতেই পাসপোর্ট ইস্যু করা হয়। সাধারণ পাসপোর্ট পেতে ১২ কর্মদিবস এবং এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে তিন কর্মদিবস সময় লাগে। তবে, পুলিশ ভেরিফিকেশনের বিলম্ব বা অপ্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের কারণে আবেদনকারীরা অনেক ভোগান্তির শিকার হন। সময়মতো পাসপোর্ট নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, পরিপত্রে কয়েকটি নির্দেশনা থাকবে:
১. নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এনআইডি যাচাই করেই পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু করা হবে।
২. বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ যাচাই করে পাসপোর্ট দেওয়া হবে।
৩. পুনঃইস্যুর ক্ষেত্রে মৌলিক তথ্য পরিবর্তন হলে এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট দেওয়া হবে।
৪. জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন ডেটাবেজের সঙ্গে তথ্য যাচাই হলে, তা বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩-এর ৫ (২) ধারার শর্ত পূরণ হিসেবে বিবেচিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে পরিপত্র জারি করা হবে, যা কার্যকর হওয়ার পর নতুন নিয়মে পাসপোর্ট প্রদান শুরু হবে।